নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর শহরের জলাবদ্ধতা ও পরিবেশব্যবস্থাপনা উন্নয়নে বড় ধরনের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। বর্ষাকাল ও কোরবানির ঈদ সামনে রেখে খাল, ড্রেন ও নালা খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাজবাড়ি রোডে এ কার্যক্রমের উদ্বোধন করেন জিসিসির প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোর ড্রেন ও নালা পরিষ্কার এবং পুনঃনির্মাণের কাজ চলছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ লাইনের সম্প্রসারণও করা হচ্ছে। চিলাই, বড়বাড়ি, মধুমিতা, টঙ্গী, জৈনাবাজার, নোয়াগাঁও ও তালতলা খাল পুনঃখননের জন্য সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।
শীতলক্ষ্যা, লাবণ্যসহ নগরের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদী ও খাল পরিষ্কারেও যৌথভাবে কাজ করছে সিটি করপোরেশন ও সেনাবাহিনী। মাটি ও বাঁধ অপসারণের মাধ্যমে পানি চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসক বলেন, “আমাদের কার্যক্রম কাগজে-কলমে নয়, বাস্তবে জনগণের উপকারে আসবে—এটাই লক্ষ্য।”
ঈদ উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।
এর মধ্যে রয়েছে, অনলাইন টেন্ডারের মাধ্যমে পশুর হাট ইজারা, হাটে ভেটেরিনারি মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল, শতাধিক বর্জ্যবাহী গাড়ি ও পরিচ্ছন্নতাকর্মী নিয়ে বিশেষ টিম গঠন, ঈদের দিন দুপুর থেকে শুরু হবে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এবং স্থায়ী ও অস্থায়ী কন্ট্রোল রুম ও হটলাইন চালু রাখা।
স্থানীয় বাসিন্দা ও নগর পরিকল্পনাবিদরা মনে করছেন, এই ধরনের উদ্যোগ গাজীপুরকে একটি পরিকল্পিত ও মডেল শহরে রূপান্তরের পথ তৈরি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।