নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও গাজীপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক মিলনকে জেলা বিএনপির আহ্বায়ক করায় কালীগঞ্জে আনন্দ মিছিল।
রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও আহ্বায়ক হওয়ার খবরে কালীগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় বিএনপি নেতা সোলায়মান আলম, হুমায়ুন কবির মাষ্টার, ফরিদ আহমেদ মৃধা, মনিরুজ্জামান খান লাবলু, লুৎফুর রহমান, ইব্রাহীম প্রধান, যুবদল নেতা মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন সহ কালীগঞ্জ উপজেলা, পৌর, ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রোববার (২ ফেব্রুয়ারী) সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে গাজীপুর জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করার তথ্যটি নিশ্চিত করা হয়। এতে একেএম ফজলুল হক মিলনকে আহ্বায়ক, শাহ্ রিয়াজুল হান্নান ও চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।