নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ার পর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ নিয়ে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী প্রথম নম্বর যুগ্ম সাধারণ সম্পাদকের এ দায়িত্ব পাওয়ার কথা।
প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, আমি নিয়মিত দলীয় কর্মকাণ্ড ও নানা সামাজিক কার্যক্রমে জড়িত আছি। দায়িত্ব পালনের জন্য শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দায়িত্ব দিলে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।
গঠনতন্ত্র অনুযায়ী এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক পদ আতাউল্লাহ মন্ডলেরই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ার কথা। তিনি ৩০ বছর ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এদিকে যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি এবং এস.এম মোকসেদ আলম যেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান সেজন্য পুরোদমে তৎপরতা চালাচ্ছেন তাদের সমর্থকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।