Advertisement
গু’জবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যারা গু’জব ছড়াচ্ছে তাদের আইডি শনাক্ত করা হচ্ছে। যারা তাদের পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করছেন। তাদেরকেও আইনের আওতায় আনা হবে। সুতরাং না জেনে, না শুনে এবং চেক না করে গুজব ছড়ানোতে অংশ নেবেন না।
বুধবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার বলেন, একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নতুন নতুন গু’জব ছড়াচ্ছে। তাই গু’জবে কান না দিয়ে যে কোন বিষয়ে সন্দেহ হলে তাৎক্ষণিক পুলিশকে জানান।
গু’জব থেকে শহরবাসীকে রক্ষা করতে জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



