স্পোর্টস ডেস্ক: আইপিএলের মঞ্চে গতকাল মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালস। দুই অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি আর ঋষভ পন্থ। মাঠ ও মাঠের বাইরে তারা গুরু-শিষ্য। গতকাল শিষ্যের কাছে হেরে গেছেন গুরু ধোনি। ম্যাচ শেষে মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ।
শনিবার ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী টুইটারে লিখেছিলেন, ‘গুরু ও চ্যালা এবার মুখোমুখি। আজ দারুণ মজা হবে। স্টাম্প মাইকের দিক থেকে অনেক আওয়াজ আসবে। কান সজাগ রাখবেন।’ তাই গুরুর সঙ্গে টস করতে যাওয়ার মুহূর্তকে নিজের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত বলে উল্লেখ করেছেন দিল্লি ক্যাপিটালসের নব নিযুক্ত অধিনায়ক।
শিখর ধওয়ন (৫৪ বলে ৮৫) ও পৃথ্বী শ (৩৮ বলে ৭২)-র ঝোড়ো ইনিংসের ওপর নির্ভর করে ৭ উইকেটে জয় পায় দিল্লি ক্যাপিটালস। ম্যাচ শেষ হওয়ার পর ঋষভ বলেন, ‘আইপিএলের প্রথম ম্যাচে অধিনায়ক হিসেবে মাহি ভাইয়ের সঙ্গে টস করতে যাওয়া আমার কাছে বিশেষ মুহূর্ত। আমি তার থেকে অনেক কিছু শিখেছি। আমি যে কোনো সমস্যায় পড়লে ধোনির কাছেই ছুটে যাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


