গুলশান এলাকায় জোড়া খু-নে-র ঘটনার মূল আসামি গ্রেপ্তার: র‍্যাব

জুমবাংলা ডেস্ক : রাজধানীর গুলশান এলাকায় জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রুমন (২৭)। র‍্যাব বলছে, তাঁকে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি খুনের ঘটনার মূল আসামি।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে সংস্থাটি। সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, গত ২৬ সেপ্টেম্বর গুলশান-২ এলাকায় জোড়া খুনের ঘটনাটি ঘটে। এদিন একটি ছাপরার চা–দোকানি রফিকুল ইসলাম (৬২) ও তাঁর কর্মচারী সাব্বিরকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।