আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহার রাজ্যে গত দুইদিনে ৩০টি কুকুরকে গুলি করে মারা হয়েছে। দেশটির সরকারি নির্দেশেই কুকুর নিধন চলেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম বলছে, এলাকায় মানুষকে কামড় দেওয়া পাগলা কুকুরের সংখ্যা ক্রমাগত বাড়ছিল। তাই এমন সিদ্ধান্ত। পেশাদার শুটারদের দিয়ে কুকুরগুলিকে মারা হয়েছে।
গত মঙ্গলবার মারা হয় ১৬টি কুকুরকে। এরপর বুধবার শুটারদের গুলিতে প্রাণ হারায় আরও ১৪টি প্রাণী। অভিযোগ, গ্রামের মানুষকে ওই কুকুরগুলি আক্রমণ করছিল। এরপরই নাকি স্থানীয় জেলা প্রশাসন এবং বন ও পরিবেশ দপ্তরের একটি দল ওই জেলায় ছড়িয়ে পড়ে। শুরু হয় অভিযান।
দেশটির সরকারি কর্মকর্তাদের দাবি, বেগুসরাই জেলার বাচ্ছওয়ারা ব্লকের অনেক গ্রামেই কুকুরের হামলায় বিপর্যস্ত জনজীবন। গত রোববারেই জেলা হাসপাতালে মৃত্যু হয় এক নারীর। পরের দিন, সোমবার ফের কুকুরের কামড়ে গুরুতর জখম হন আরও তিন নারী। ডিসেম্বরে কুকুরের কামড়ে প্রাণ হারান ৪ জন। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ হয়ে উঠছিল বলেই এমন সিদ্ধান্ত, দাবি প্রশাসনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।