গোপালগঞ্জ সদরে আবারও সংঘাত—এবার লক্ষ্য সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের সরকারি গাড়িবহর। বুধবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’কে ঘিরে উত্তেজনার মধ্যেই একে একে ঘটছে এসব হামলা।
ইউএনও নিজেই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি ঘিরে সকাল থেকেই শহরের পরিবেশ ছিল টানটান। পথসভা ও পদযাত্রা শুরুর আগে প্রথমে পুলিশি প্রহরায় থাকা একটি গাড়িতে হামলা চালানো হয়, এরপর আমার গাড়িবহরের ওপরও চড়াও হয় কিছু উগ্র সমর্থক।”
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসনের সূত্র মতে, হামলাকারীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের পরিচয়ধারী নেতাকর্মী ছিলেন। এর আগে একইদিন সকালে উলপুর এলাকায় এনসিপির কর্মসূচি ঠেকাতে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর চালায় আওয়ামী লীগ সমর্থক একটি দল।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আজ (১৬ জুলাই) শান্তিপূর্ণভাবে একটি পথসভা আয়োজনের কথা ছিল। তবে ক্ষমতাসীন গোষ্ঠীর হামলা ও ভয়ভীতির কারণে সাধারণ মানুষ এবং অংশগ্রহণকারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা বলছেন, গোপালগঞ্জের মতো ‘শান্তিপ্রিয়’ হিসেবে পরিচিত এলাকায় বারবার সহিংসতা ও হামলা রাজনৈতিক অসহিষ্ণুতারই বহিঃপ্রকাশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।