জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে অভিযান চালিয়ে একটি নকল কারখানার সন্ধান পেয়েছে জেলা প্রশাসন। ‘জনি এ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড’ নামের ওই কারখানার সাথে জড়িত থাকার দায়ে ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ওই কারখানা সিলগাল ও কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু।
সাজাপ্রাপ্তরা হলেন, মো. ইমরান, মো. ফয়সাল শেখ, বাদল মোল্লা, মো. জিনারুল শেখ এবং শরিফ মুন্সী।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দীপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদরের গোলাবাড়িয়া এলাকার অভিযান চালানো হয়। নিম্নমানের খোলা বিভিন্ন মাল কিনে সয়াবিন তেল, সরিষার তেল, সাবান, ডিটারজেন্ট, লবন, আটা, সুজি, চিনি, চাপাতাসহ ৪৭টি পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল ‘জনি এ্যাগ্রো কমপ্লেক্স লিমিটেড’ নামের এই কোম্পানি।
পরে কোম্পানিটি সিলগালা করে পাঁচজন কর্মচারিকে আটক করে ৩ মাস থেকে ১ বছর করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। কোম্পানির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহি ম্যাজিস্ট্রেট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



