Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাটপাই এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগাড়া উপজেলার তারা আলীর ছেলে সাদ্দাম (৩০) এবং একই এলাকার পাখি মিয়ার ছেলে মনির মিয়া (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে কাশিয়ানী থানার এসআই জুনায়েদ জানান, মাইক্রোবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলের বৈধ কাগজ ছিল না জানিয়ে এসআই বলেন, মাইক্রো চালককে আটক করা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।