আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিম মিনেসোটাতে অবস্থিত দেশটির সবচেয়ে বড় মল ‘মল অব আমেরিকাকে’ গোলাগুলির শব্দ শোনা গেছে। গোলাগুলির শব্দের পর মলটি লকডাউন করে দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে, আতঙ্কিত ক্রেতাদের ব্লুমিংটনে অবস্থিত ওই মলের ভেতরে দৌঁড়াতে দেখা গেছে। ওই মলটিতে পাঁচশর বেশি দোকান রয়েছে।
এদিকে, গুলির শব্দের পর মলটি লকডাউন করে দেওয়া হয় বলেন মল কর্তৃপক্ষ অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলেও উল্লেখ করেছেন তারা।
লকডাউন তুলে না নেওয়া পর্যন্ত সবচেয়ে কাছের নিরাপদ স্থানে অবস্থান করার জন্য ক্রেতাদের অনুরোধ করেছে মল কর্তৃপক্ষ।
টুইটারে পোস্ট করা একটি ভিডিও দেখা গেছে, একজন ব্যক্তি নাইকির দোকানে হাঁটার সময় চিৎকার করছে। এরপর বেশ কয়েকটি গুলির শব্দ শোনা যায়।
এ ব্যাপারে ব্লুমিংটন পুলিশ টুইটারে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।