স্পোর্টস ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে যথাসাধ্য লড়াই চালান। হংকংয়ের তারকা অল-রাউন্ডার কিঞ্চিত শাহর ব্যাট হাতে লড়াই প্রশংসা কুড়োয় ক্রিকেটমহলের। তবে ম্যাচের শেষে অন্য একটি কারণেও নেটিজেনদের নজর কেড়ে নেন কিঞ্চিত।
ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচের শেষে দুবাইয়ের গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেন তারকা ক্রিকেটার। বলাবাহুল্য, প্রস্তাব সানন্দে গ্রহণ করেন তাঁর বান্ধবী। হ্যাঁ বলার পরেই বান্ধবীকে আঙটি পরিয়ে দেন কিঞ্চিত। মাঠের ধারে উপস্থিত হংকংয়ের ক্রিকেটাররা করতালি দিয়ে অভিনন্দন জানান কিঞ্চিতকে।
উল্লেখ্য, আইপিএলের ম্যাচের সময় চেন্নাই সুপার কিংসের দীপক চাহার ঠিক এভাবেই গ্যালারিতে হাঁটু গেড়ে বসে নিজের বান্ধবীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
হংকংয়ের তারকা অল-রাউন্ডার কিঞ্চিত শাহর জন্ম মুম্বইয়ে। তিন মাস বয়সে তাকে নিয়ে হংকংয়ে পাড়ি দেন তাঁর পিতা দেবাং শাহ। কিঞ্চিত কোটিপতি পরিবারের ছেলে। তাঁর পিতা হিরের ব্যবসায়ী। হংকং টি-২০ লিগে কিঞ্চিতের পিতার ফ্র্যাঞ্চাইজি ছিল, যার ক্যাপ্টেন ছিলেন কিঞ্চিত নিজে। সেই দলের হয়ে ড্যারেন স্যামি, জোহান বোথার মতো ক্রিকেটাররা মাঠে নেমেছেন।
ভারতের বিরুদ্ধে চলতি এশিয়া কাপের ম্যাচে বল করেননি কিঞ্চিত। যদিও ২০১৮ সালে ওয়ান ডে ফর্ম্যাটের এশিয়া কাপে কিঞ্চিত ভারতের বিরুদ্ধে ৩টি উইকেট নিয়েছিলেন। এবার তিনি ব্যাট হাতে ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩০ রান করে আউট হন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন তিনি। ভুবনেশ্বর কুমারের বলে পরিবর্ত ফিল্ডার রবি বিষ্ণোইয়ের হাতে ধরা পড়েন কিঞ্চিত।
ভারতের কাছে হারলেও হংকংয়ের সামনে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেওয়ার এখনও সুযোগ রয়েছে। তারা গ্রুপ লিগের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডের টিকিট হাতে পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।