জুমবাংলা ডেস্ক : সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর (কাইমগঞ্জ) গ্রামের মাঝপাড়ার হাজী মকবুল হোসেনের পুকুরে রবিবার ধরা পড়ে একটি সাকার ফিশ। বিরল প্রজাতির এই মাছটি দেখতে ভিড় করেন উৎসুক লোকজন।
স্থানীয়ভাবে ‘বাঘ মাছ’ নামে পরিচিত এটি। দেখা যায়, মাছের পুরো শরীরে বাদামী ও কালো রঙের ডোরাকাটা ছাপ রয়েছে। রয়েছে ধারালো শক্ত কাঁটাও।’
বাড়ির বাসিন্দারা জানান, পুকুরের পাশ দিয়ে বয়ে গেছে সুরমা নদীর সাথে যুক্ত একটি খাল। ধারণা করা হচ্ছে, খাল থেকেই পুকুরে ঢুকে পড়েছিল ক্ষতিকর মাছটি।
বিশ্বনাথ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ. দা.) আবু তাহের চৌধুরী বলেন, শোভাবর্ধক হিসেবে মাছটি অ্যাকুরিয়ামে ব্যবহার করা হয়ে থাকে। তবে, আমাদের দেশীয় ভাবে উৎপন্ন বিভিন্ন প্রজাতির মাছে জন্যে এটি ক্ষতিকর। বর্তমানে নদী-নালা ও হাওর-বাওরে পাওয়া যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এটি নির্মূল করতে নির্দেশনা দিয়েছে মৎস্য অধিদপ্তর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।