বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্ববাজারে প্রিমিয়াম স্মার্টফোনের গড় বিক্রি মূল্য বছরওয়ারি হিসেবে ৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের জুনে শেষ হওয়া প্রান্তিকে গড় মূল্য ৭৮০ ডলারে পৌঁছেছে বলে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। খবর গ্যাজেটস নাউ।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে বিক্রির দিক থেকে ৫৭ শতাংশ বাজার নিয়ন্ত্রণে রেখেছে অ্যাপল। যেখানে অপোকে ছাড়িয়ে তৃতীয় বৃহত্তম প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে ভিভো। মূলত ১ হাজার বা তার বেশি ডলার মূল্যের স্মার্টফোন বিক্রি বছরওয়ারি হিসেবে ৯৪ শতাংশ বেড়ে যাওয়ায় এ পরিবর্তন এসেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদন অনুযায়ী, বিক্রির দিক থেকে প্রিমিয়াম মার্কেট টানা নয় প্রান্তিক সমগ্র স্মার্টফোন বাজারকে ছাড়িয়ে গিয়েছে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে অংশটি প্রিমিয়াম স্মার্টফোন বিক্রির এক-চতুর্থাংশ পূরণে অবদান রেখেছে এবং মোট আয়ের এক-পঞ্চমাংশে একাই অবদান রেখেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠানটির সিনিয়র গবেষক ভারুণ মিশ্রা বলেন, ফাইভজি প্রযুক্তির প্রচলন বাড়তে থাকায় ব্যবহারকারীরা তাদের ডিভাইস পরিবর্তন করছে। এটি বিশেষভাবে তাত্পর্যপূর্ণ। কেননা আইফোন ব্যবহারকারীদের অধিকাংশ ফাইভজিতে স্থানান্তরিত হয়েছে। এ কারণে অ্যাপলের বিক্রি বছরওয়ারি হিসেবে ১১৪ শতাংশ বেড়েছে। যার মাধ্যমে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ১ হাজার ডলার বা তার বেশি মূল্যের স্মার্টফোন বাজারের ৭৮ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে।
কভিড-১৯ মহামারীতে যেসব ভোক্তার আয় ক্ষতিগ্রস্ত হয়নি এবং ভ্রমণ না করার কারণে যে অর্থ আয় হয়েছে, সেগুলো তারা স্মার্টফোনসহ দামি ডিভাইস কিনতে ব্যয় করেছে।
মূল্যস্ফীতির কারণে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন খাত প্রভাবিত হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোনের বাজারে প্রিমিয়াম খাতের আয় ৬০ শতাংশ বেড়েছে। বছরের প্রথম প্রান্তিকে যার হার ছিল ৫৮ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।