জুমবাংলা ডেস্ক : টাঙ্গাইল পৌরসভার ভাল্লুককান্দী এলাকায় ঘরে ঢুকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক মা ও তার চার বছরের কন্যা শিশুকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাল্লুককান্দী এলাকার আল-আমিনের স্ত্রী লাকী বেগম (২২) ও তার মেয়ে আলিফা (৪)। নিহতের স্বামী আল-আমিন শহরে ফোন-ফ্যাক্সের ব্যবসা করেন।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল থানার ওসি মীর মোশাররফ হোসেন জানান, রাতে মা-মেয়ের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, কে বা কারা এবং কী কারণে এই জোড়া হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।