বাংলাদেশে ঘূর্ণিঝড়ে বছরে প্রায় ১০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে: বিশ্বব্যাংক

ঘূর্ণিঝড়

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণে বছরে প্রায় ১০০ কোটি ডলার ক্ষতি হচ্ছে। যেভাবে ঘূর্ণিঝড়ের সংখ্যা বাড়ছে, তাতে এই ক্ষতি আরও বাড়তে পারে। গুরুতর বন্যার মুখে মোট দেশজ উৎপাদন বা জিডিপি ভিত্তিরেখার তুলনায় ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। সোমবার ঢাকায় গুলশানের হোটেল রেনেসাঁয় বিশ্বব্যাংক থেকে প্রকাশিত ‘কান্ট্রি ক্লাইমেট ও ডেভেলপমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে।
ঘূর্ণিঝড়
অনুষ্ঠানে প্রতিবেদনের মূল বিষয়বস্তু তুলে ধরেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেইজার। তিনি বলেন, ‘অভিযোজন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় বাংলাদেশ অগ্রণী ভূমিকা রেখেছে। গত ৫০ বছরে দেশটি ঘুর্ণিঝড়ে মৃত্যুর সংখ্যা ১০০ ভাগ কমিয়েছে, অন্যান্য দেশ যা থেকে শিখতে পারে।’

বিশ্ব ব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের কিছু এলাকা জলবায়ু পরিবর্তনের অধিকতর ঝুঁকিতে রয়েছে। বরেন্দ্র এলাকা, উপকূলীয় এলাকা, হাওর অঞ্চল, পাবর্ত্য অঞ্চল এবং যেসব এলাকায় দরিদ্রহার বেশি সেখানে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া উচিত।

প্রতিবেদনে আরও বলা হয়, এমনকি ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি জিডিপির এক তৃতীয়াংশ কমে যেতে পারে; ১ কোটি ৩০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে জলবায়ু অভিবাসী হতে পারে। আর বড় বন্যা হলে দেশের জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

ওই অনুষ্ঠানে দেশের জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষজ্ঞ ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের অপেক্ষায় খাগড়াছড়ির ৪২ সেতু, বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা