জুমবাংলা ডেস্ক : শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ইতোমধ্যে বাংলাদেশের প্রান্তসীমায় ঢুকে পড়ার খবর পাওয়া গেছে। বুলবুল’র ক্ষতি কমিয়ে আনতে সাতক্ষীরাসহ উপকূলীয় সব জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সাড়ে আটটার সময় এ ঘোষণা দেয়া হয়।
এর আগে, মংলা-পায়রা বন্দরে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে।
এর আগে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মুখে বাংলাদেশের অতিঝুঁকিপূর্ণ জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


