
জুমবাংলা ডেস্ক: রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪ দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বলেন, চকবাজারের এসকে টাওয়ারের তিন তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।
স্থানীয়রা জানান, ৬ তলা ভবনে আগুন লাগার পরপরই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে নিচে নেমে আসে। তবে তিন তলায় ওই গোডাউনে বিপুল পরিমাণ প্লাস্টিক দ্রব্যাদি রয়েছে। মূলত সেগুলোতে আগুন ধরে যায়। আর এ কারণে আগুন নেভাতে দমকল বাহিনীর কর্মীদের বেগ পেতে হয়।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টা পর এ আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ, র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।