আজ (৪ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্মরণসভা শেষে যখন ওবায়দুল কাদেরসহ শীর্ষনেতারা বের হচ্ছিলেন, তখন নেতা-কর্মীদের প্রবল চাপে কনভেনশন সেন্টারের তিনটি কাচের দরজার মধ্যে একটি ভেঙে পড়ে।
বিকালে চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সদ্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমদ এমপির স্মরণসভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রী ছিলেন।
আ জ ম নাছির উদ্দিনের ব্যক্তিগত সহকারী মো. রায়হান বলেন, নাছির স্যার মাথায় আঘাত পেয়েছেন। তাকে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় ওবায়দুল কাদেরের সঙ্গে নাছির ছাড়াও ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ স্থানীয় নেতারা। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের বেঁচে গেলেও তা পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের উপর।
গত ৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নেতাসমেত মঞ্চ ভেঙে পড়ে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে বেশ কয়েকজন আহত হন। তবে তখনও ওবায়দুল কাদের অক্ষত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।