চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। সে হিসাবে দৈনিক শনাক্তের হার ১.৫৬ শতাংশ। চট্টগ্রামে ক্রমেই বাড়ছে করোনা রোগী শনাক্তের সংখ্যা।

প্রতীকী ছবি

তবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গেল ২০ দিন মৃত্যুহীন দিন পার করলো চট্টগ্রাম। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৬৮১ জনে।

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৩০০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩৮১ জন। জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ৩৩২ জনের। তার মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আজ সোমবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ সব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, নতুন করে আক্রান্তদের মধ্যে ১৫ জন নগরের এবং আট জন লোহাগাড়া ও পটিয়া উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে এক জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে তিন জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দু’জন, অ্যান্টিজেন টেস্টে দু’জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে এক জন, শেভরন হাসপাতাল ল্যাবে তি নজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে এক জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে এক জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে তিন জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে এক জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে পাঁচ জন নতুন রোগী শনাক্ত হন। সূত্র: বাসস