পাথরঘাটায় বিস্ফোরণের ঘটনায় স্বজনদের আহাজারি

চট্টগ্রাম
স্বজনদের আহাজারি

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণে ভবনের দেয়াল ধসে সাতজন মারা গেছে। মারাত্মক আহত অবস্থায় আরো ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

রবিবার সকাল ৯টার দিকে ব্রিকফিল্ড রোডে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।এ সময় হতাহত হওয়া ব্যক্তিদের স্বজনদের আহাজারি শুরু হয়। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *