জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) সদ্য সাবেক সংসদ সদস্য (এমপি) এবং মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফকে আটক করেছে সেনাবাহিনী।
Advertisement
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে তাকে জনরোষ থেকে উদ্ধার করে সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে পূর্ব মাদারবাড়ির নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন সাবেক এমপি লতিফ। উপস্থিতি টের পেয়ে লতিফকে ঘিরে ধরেন স্থানীয়রা। অবস্থা বেগতিক দেখে মসজিদ সংলগ্ন এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন লতিফ। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে নিয়ে যায় সেনাবাহিনীর একটি টিম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।