চট্টগ্রামে ৪০ হাজার কোরআন বিতরণ

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় দারোগাহাট সিরাজুল উলুম দাখিল মাদ্রাসায় পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠানে জমিয়াতুল ওমর ফারুক আল ইসলামিয়া ওয়াজিদিয়া মাদ্রাসার সহায়তায় শিক্ষার্থী এবং বয়স্কদের মাঝে ৪০টি কোরআন বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে বড় দারোগাহাট সিরাজুল উলুম দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয় প্রতিষ্ঠানটির উদ্যোগে চট্টগ্রামে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ৪০ হাজার কোরআন বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অতিথি ছিলেন বড় দারোগাহাট সিরাজুল উলুম দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

মাদ্রাসার সুপার সফিউল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ মোমিন মেম্বার, জাহাঙ্গীর সিরাজী, জমিয়াতুল ওমর ফারুক আল ইসলামিয়া ওয়াজিদিয়া মাদ্রাসা কাঞ্চন সুশীল, মাদ্রাসার সহ সুপার আবুল হাশেম, মৌলভী আব্দুল কাইয়ুম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলাম শান্তি-মৈত্রীর ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। যারা ধর্মকে ব্যবহার করে সমাজে অশান্তি তৈরি করছে তারা ইসলামের শত্রু। ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। যুগে যুগে মানবকল্যাণে ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছে। ধর্মের অপব্যাখ্যা করে দেশে দেশে যারা সন্ত্রাস-জঙ্গিবাদকে উৎসাহিত করছে তাদের প্রতিরোধে সাধারণ মানুষের কাছে ইসলামের মর্মবাণী তুলে ধরতে হবে, ধর্মীয় অনুশান মেনে চলতে উৎসাহিত করতে হবে।

পরে স্থানীয় শিক্ষার্থী এবং বয়স্কদের মধ্যে পবিত্র গ্রন্থ কোরআন বিতরণ এবং দেশ, জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নামাজের এক রাকাতেই পুরো কোরআন খতম করলেন যুবক