চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত যৌথভাবে এই অভিযান চালায় পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সময় ৯টি রামদা, ১ বস্তা পাথর ও বেশ কিছু লাঠি উদ্ধার করা হলেও কাউকে আটক করেনি পুলিশ।
অভিযানকালে হল প্রশাসন ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, হলের পরিবেশ ঠিক রাখতে ও শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে কাউকে আটক করা না হলেও অন্য হলের সাথে সংযুক্ত কয়েকজন শিক্ষার্থীকে পাওয়া যায়। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে শহীদ আব্দুর রব হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী বলেন, বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলোতে বৈধ ছাত্রদের থাকার নিশ্চয়তা দেয়ার জন্য এবং হলের পরিবেশ ঠিক রাখার জন্য রুটিন কাজের অংশ হিসেবে হলে অবৈধ কেউ আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, আমাদের ব্যবস্থা নেয়ার অংশ হিসেবে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন যৌথভাবে আব্দুর রব হলে অভিযান পরিচালনা করে। এ সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।