স্পোর্টস ডেস্ক : টানা তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলার পর ফ্র্যাঞ্চাইজিটি ছেড়ে এবার রংপুর রাইডার্সে নাম লেখালেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার রংপুরের সঙ্গে এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেন তিনি।
এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব। তিন বছর ধরেই ঢাকার আইকন প্লেয়ার ও অধিনায়ক ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এই সময়ে ঢাকাকে গত দুই আসরে রানার্স-আপ করার পাশাপাশি ২০১৬ সালে শিরোপাও জেতান দেশসেরা এই ক্রিকেটার।
আবারো রংপুর রাইডার্সে ফেরা নিয়ে খুশি সাকিব, “আমি খুবই রোমাঞ্চিত। চেষ্টা থাকবে আমার কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার। ঢাকার সাথেও ৩ বছর খুব কাটিয়েছি।”
রংপুর দলের বিদেশি ক্রিকেটার ও কোচ টম মুডির সাথে কাজ করার প্রসঙ্গে সাকিব বলেন, “এখানেও টম আছে, ওনার সাথে কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। হায়দরাবাদে আমি দুই বছর একসাথে কাজ করেছি। গেম প্ল্যানের কাজটা উনিই পালন করবে। আমার কাজটা থাকবে মাঠে, যদি আমি অধিনায়ক থাকি তাহলে অন্যদের সেরাটা বের করে আনার। এত বছর ধরে খেলছি, কমবেশি সবার সাথেই পরিচয় আছে।”
আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএল টি-টোয়েন্টির সপ্তম আসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।