এ বছরের শেষে নতুন চমক দেখাতে যাচ্ছে ইরান। দেশটি চলতি বছর শেষে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী হাসেমি।
মঙ্গলবার তিনি জানান, চলতি বছরের মধ্যে যেসব স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে, সেগুলো ‘শহীদ সোলেইমানি’ শ্রেণির স্যাটেলাইট হিসেবে চিহ্নিত।
মন্ত্রী হাসেমি বলেন, “চলতি বছর শহীদ সোলেইমানি স্যাটেলাইট শ্রেণির কয়েকটি হালকা উপগ্রহ মহাকাশে পাঠানো হবে। এই সিস্টেম ধীরে ধীরে পরিপক্কতার দিকে এগোচ্ছে।”
তিনি আরও জানান, “এই সিস্টেমের বিভিন্ন উপাদান এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে। স্পেস অর্গানাইজেশন এবং স্পেস রিসার্চ ইনস্টিটিউট এই প্রকল্পে নিবেদিতভাবে কাজ করছে এবং উৎক্ষেপণ পরিকল্পনা অনুযায়ী চলছে—দেশীয় ও বিদেশি উৎক্ষেপণ যন্ত্র উভয় ব্যবহার করেই।”
মন্ত্রী বলেন, “চতুর্দশ সরকার (প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান-এর অধীনে) লক্ষ্যভিত্তিক উৎক্ষেপণ এবং জনগণকে কার্যকর সেবা প্রদানকে অগ্রাধিকার দিচ্ছে।”
সূত্র: মেহের নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।