জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেনের ধাক্কায় আরাফাত নামে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় চলন্ত ট্রেন থাামিয়ে দুই চালককে পিটিয়েছেন অপর আরোহীরা।
শনিবার বিকেলে জেলা শহরের টিএ রোড রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রেনচালক জসিম উদ্দিন ও আনোয়ার হোসেন। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের টিএ রোড থেকে কাউতুলীর দিকে ছয়-সাতটি মোটরসাইকেলের বহর যাচ্ছিল। টিএ রোডের রেললাইন অতিক্রম করার সময় মালবাহী একটি ট্রেন চট্টগ্রামে যাচ্ছিল। একপর্যায়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে আরাফাত রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেন থামিয়ে দেন চালক। পরে মোটরসাইকেল আরোহীরা ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন।
এ ঘটনার পর থেকে ট্রেনটি ক্রসিংয়ে আটকা পড়ে আছে। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের মাস্টার সোয়েব আহমেদ জানান, হেফাজতের তাণ্ডবের পর সিগন্যাল ব্যবস্থা অকেজো থাকায় ব্রাহ্মণবাড়িয়ায় সব ট্রেনের যাত্রাবিরতি বন্ধ রয়েছে। এর মধ্যে রেলের গেটম্যানরা বাঁশি বাজিয়ে কাজ করছেন। তাদের সিগন্যাল না মানায় এ ঘটনা ঘটেছে। আহত ট্রেন চালকদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বলেন, চালকদের মারধর ও হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের গ্রেফতারে এরই মধ্যে মাঠে নেমেছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।