জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় পানিতে ডুবে জমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল (৮ মে) দুপুরের পর উপজেলার বজুরীখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজী সুজাইদ রহমান (৬) ও কাজী তোহেরা আক্তার (৬) ওই গ্রামের প্রবাসী কাজী সালাউদ্দিনের জমজ সন্তান। তারা নিকটস্থ বড়ইয়া-কৃষ্ণপুর রেনেঁসা আইডিয়াল একাডেমিতে নার্সারিতে পড়তো।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম ভূঁইয়া ও স্বজনেরা জানান, জমজ শিশু দু’টি সোমবার স্কুল থেকে ফেরার পর বাড়ি সংলগ্ন পূর্বপাশে ঘুরতে যায়। হঠাৎ সুজাইদ পুকুরে পড়ে যায়। এ সময় তার বোন কাজী তোহেরা আক্তার তাকে উদ্ধার করতে গিয়ে সেও পুকুরের পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাদের লাশ পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্বার করে নিকটস্থ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম খলিল জানান, ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেয়ে পরিবারের কাছে লাশ দুটো হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।