চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের সমর্থনে বুধবার (৭ অক্টোবর) দিনভর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা।
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা চবি ছাত্রলীগের সাবেক এই নেতাকর্মীরা বিভিন্ন পথসভায় বক্তব্য দিয়ে এবং পৌরসভা এলাকার অলিগলিতে গিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে নৌকা মার্কার প্রার্থীর জন্য ভোট চান।
বিভিন্ন পথসভায় চবি ছাত্রলীগের সাবেক নেতারা আধুনিক চাঁদপুর গড়তে ১০ অক্টোবর নৌকা মার্কার প্রার্থী জিল্লুর রহমান জুয়েলকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
আজকের নির্বাচনী প্রচারণায় অন্যান্যের মধ্যে অংশ নেন চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন, সাবেক সহ সভাপতি ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য সরদার ফারুক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম এবং ছাত্রলীগের সাবেক নেতা এ্যাড, মাহবুবুর রহমান শুভ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুও আজকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এবারই প্রথম চাঁদপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


