বরগুনায় দিনদুপুরে স্ত্রীর সামনে এক তরুণকে …. ঘটনা সারাদেশে আলোচিত। নাড়িয়ে দিয়েছে গোটা প্রশাসনকে। শোকের পাশাপাশি খু*নিদের বিরুদ্ধে নানা মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে সারা দেশের মানুষ। একই ধরনের ঘটনা ঘটতে পারত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জেও। কিন্তু স্থানীয় সাধারণ মানুষ এগিয়ে আসায় শেষ পর্যন্ত ভয়ং*কর ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে অভিযোগ সত্ত্বেও এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়েছে দেরিতে। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিও ভা*ইরাল হওয়ার পর জেলা পুলিশের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে হাম**লাকারীকে।
ভিডিও ফুটেজে দেখা যায়, শিবগঞ্জ পৌরসভার সেলিমাবাদ গ্রামের ফাইজুদ্দিনের ছেলে আজিরুল ইসলাম জমির সীমানাবিরোধকে কেন্দ্র করে গত ১ জুলাই একই এলাকার মোজাহার শেখকে আক্রমণ করতে হাতে হাঁসুয়া নিয়ে কয়েক দফা এগোতে থাকে। এ সময় এলাকার লোকজন তাকে নিবৃত্ত করে।
এরই মধ্যে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাই**রাল হয়ে যায়। বিষয়টি নজরে আসে জেলা পুলিশ প্রশাসনের। শেষে জেলা পুলিশের নির্দেশনা পেয়ে তৎপর হয় থানার পুলিশ। গতকাল শুক্রবার গ্**রেপ্তার করা হয়েছে আক্রমণকারী আজিরুলকে।
শিবগঞ্জ থানা ও জেলা পুলিশ প্রশাসন আজিরুলকে আটকের কথা স্বীকার করেছে। শিবগঞ্জ থানার পুলিশের উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, হামলার চেষ্টাকারী আজিরুলকে গতকাল দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় কয়েকটি দেশীয় অ**স্ত্রও উদ্ধার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।