Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকায় রবিবার ভোরে মিনি ট্রাকের ধাক্কায় রিকশা ভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছে আরও দুজন। খবর ইউএনবি’র।
নিহত আমির আলী (৪০) নওগাঁ জেলার পেড়শা উপজেলার দিঘিরহাট এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, ভোর ৫টার দিকে রহনপুর-আড্ডা সড়কের বংপুর এলাকায় একটি মিনি ট্রাক একটি রিকশা ভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে আরোহী আমিরসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমির আলীকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত এনামুল ও সিফাতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।