Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর ইউএনবি’র।
নিহতরা হলেন পালপাড়া গ্রামের পরিমল পালের ছেলে পার্থ পাল (১০) ও প্রত্যয় পাল (৫)।
সদর থানার ওসি (অপারেশন) মিন্টু রহমান জানান, বেলা ১১টার দিকে পার্থ নিজেদের ঘরে থাকা টেবিল ফ্যানের বিদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রথমে ছোট ভাই প্রত্যয় ও পরে তাদের মা রিভা রানী পালও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
রিভা রানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।