চারজন মানুষ নিয়ে গড়ে উঠেছে যে শহর, রয়েছেন মেয়র ও কাউন্সিলরও

চারজন মানুষ নিয়ে গড়ে উঠেছে যে শহর, রয়েছেন মেয়র ও কাউন্সিলরও

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার একটি শহরের নাম টিল্ট কোভ। যার বাসিন্দা মাত্র চারজন, তাদের মধ্যে আবার একজন মেয়রও আছেন। শুধু তাই নয়, শহরে ডাক ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য সকল নাগরিক সেবা কার্যক্রমও চালু আছে।

 চারজন মানুষ নিয়ে গড়ে উঠেছে যে শহর, রয়েছেন মেয়র ও কাউন্সিলরও

মেয়র, মেয়রের বোন এবং মেয়রের একজন শ্যালক ওই দু’জন শহরের কাউন্সিলর এবং অন্যজন শহর কর্তৃপক্ষের ক্লার্ক বা কর্মচারী। এই চারজন ছাড়া টিল্ট কোভে আর কেউই থাকে না। অবশ্য শহরের এই চারজন বাসিন্দাই শহরটিকে খুব ভালোবাসেন। তাদের ভাষ্য, এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। চারজন বাসিন্দা হলেও বলা চলে সবাই একটি পরিবারেরই সদস্য।

শহরের মেয়র ডন কলিন্স বলেন, মাত্র চারজন বাসিন্দা হওয়ার কারণে তাকে খুব বেশি কাজ করতে হয় না। তবে তিনি খুশি। চিঠি সরবরাহ, আবর্জনা সংগ্রহ, রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের মতো কাজগুলোও তাকে দেখভাল করতে হয়। শহরে একটি জাদুঘরও আছে।

সর্বকালের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে সিমেন্ট