স্পোর্টস ডেস্ক: মরুর বুকে প্রথম বিশ্বকাপ মঞ্চে দ্বিতীয় অঘটন ঘটিয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান।
কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমার্ধে জার্মানির ইলকায় গুন্ডোয়ান পেনাল্টি থেকে গোল করে প্রথমার্ধে জাপানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে নেন দলকে। এ সময় ৮১ শতাংশ বল দখলে রাখে জার্মানির ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধেই সমীকরণ পাল্টে যায়। জার্মানির ডিফেন্ডার নিকো শ্লোটারবেককে ফাঁদে ফেলে গোল করেন জাপানের তাকুমা আসানো। এতেই শুরু হয় জার্মানির দুরাবস্থা! শেষ পর্যন্ত ২-১ গোল ব্যবধানে হেরে যায় জার্মানি।
জার্মানির সমর্থকদের দুঃস্বপ্নে ভাসানো জাপানি ফরোয়ার্ড আসানো ৮ বছর আগে খেলেছেন বাংলাদেশে। মাতিয়েছেন ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম।
রিও অলিম্পিক-২০১৬ এর প্রস্তুতি হিসেবে ২০১৪ সালের ১৮ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে জাপান অনূর্ধ্ব-২১ ফুটবল দল। সে সময়ে বাংলাদেশের ফুটবলাররা বেশ ভালোভাবেই জাপানি যুব দলের দক্ষতার আঁচ করে ছিল। পরখ করেছিল জাপানিদের বিশেষ ফুটবল নৈপুণ্য, পাস টেকনিক ও স্কিল। ওই ম্যাচে ৩ গোল হজম করে জামাল ভূঁইয়ারা। জাপানি ফুটবলারদের গোল উৎসবে সেদিন দুটি গোল করেন আসানো।
বুধবার সন্ধ্যার ম্যাচে গোল করে কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে সেই স্মৃতিই যেন মনে করিয়ে দিলেন জাপানি এই ফরোয়ার্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।