
সরকার চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে, পাশাপাশি একজন বর্তমান সচিবকে বদলি করা হয়েছে।
গতকাল রোববার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ অনুযায়ী—
ড. নূরুন্নাহার চৌধুরী, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব, পদোন্নতি পেয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব হয়েছেন।
বিলকিস জাহান রিমি, অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব, পদোন্নতি পেয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন হয়েছেন।
মোহাং শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পদোন্নতি পেয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হয়েছেন।
পাশাপাশি, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব এসএম শাকিল আখতারকে পরিকল্পনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
সরকারের এই পদোন্নতি ও বদলির মাধ্যমে মন্ত্রণালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করার লক্ষ্য ধরা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৯০ থেকে ৯৭ শতাংশ, কার্যকর ২০২৬ সালের জানুয়ারি থেকে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



