জুমবাংলা ডেস্ক: লালমনিরহাট সদর উপজেলার তিস্তা টোলপ্লাজায় ঢাকাগামী একটি বাস তল্লাশি করে চালের বস্তায় ৩৮ লাখ টাকা জব্দ করেছে পুলিশ। রোববার দুপুরে তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় নিয়মিত তল্লাশি করে চালের বস্তা থেকে টাকাগুলো উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় সন্দেহজনক মমিনুর ইসলামকে (৩২) আটক করা হয়েছে। তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুরের কিশামত গ্রামে।
খোঁজ নিয়ে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহণের ওই বাসটিকে টোলপ্লাজায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে তল্লাশি করাকালীন একটি চালের বস্তা সন্দেহজনক মনে হয়। উপস্থিত পুলিশ সদস্যরা বস্তা খুলে ভালোভাবে তল্লাশি চালিয়ে বস্তার ভিতর থেকে ৩৮ লাখ টাকা জব্দ করে। এ সময় সন্দেহজনক বস্তার মালিককে আটক করা হয়।
লালমনিরহাট সদর থানার এসআই আঙ্গুর বলেন, টাকা উদ্ধারের পর আটককৃত ওই ব্যক্তি দাবি করেন, মামার কনস্ট্রাকশন কাজের লেনদেনের টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তার কথামতো বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, চালের বস্তায় সন্দেহজনক ৩৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ সময় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।