Advertisement
আন্তর্জাতিক ডেস্ক :
হাসপাতালে চিকিৎসাধীন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অবস্থা আগের চেয়েও ভালো। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আজ রবিবার প্রণব মুখার্জীর ছেলে অভিজিৎ টুইটারে এসব তথ্য জানিয়েছেন।
টুইটারে অভিজিৎ মুখার্জী লিখেছেন, গতকাল হাসপাতালে বাবাকে দেখতে গিয়েছিলাম। সৃষ্টিকর্তার আশীর্বাদ ও আপনাদের শুভকামনায় তিনি আগের চেয়েও ভালো আছেন। গত কয়েকদিনের তুলনায় তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার স্বাস্থ্য বিষয়ক অন্যান্য সূচকও স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তিনি আমাদের মাঝে দ্রুত ফিরে আসবেন।
বর্তমানে ভারতের রাজধানী শহর নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে ভর্তি রয়েছেন প্রণব মুখার্জী। গত ১০ আগস্ট তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। একইদিন প্রণব মুখার্জীর টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় তিনি করোনাভাইরাস টেস্টে পজিটিভ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।