চীনকে ঘিরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ আরও তীব্র আকার নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনপন্থী ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোকে চীনা পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের জন্য চাপ দিচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) প্রকাশিত ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবকে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের বৃহত্তর বাণিজ্য সংঘাতের অংশ হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প নিজেই সাম্প্রতিক এক ভাষণে এটিকে ‘বাণিজ্য যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।
টেলিগ্রাফ জানায়, প্রস্তাবিত এই শুল্ক ‘ইউক্রেন বিজয় তহবিল (Ukraine Victory Fund)’-এর সঙ্গে যুক্ত হবে, যা ইউক্রেনকে সহায়তার অংশ হিসেবে গড়ে তোলা হচ্ছে।
সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওয়াশিংটন সফরের আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে ইউরোপীয় দেশগুলোর কাছে এই ধারণা প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে ট্রাম্প প্রশাসন চীনের ওপর একের পর এক শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এর জবাবে চীনও প্রতিশোধমূলক বাণিজ্য পদক্ষেপ নিয়েছে, যা ইতোমধ্যেই বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করেছে।
রাশিয়ার তেল ও গ্যাস কেনার জন্য বেইজিংকে শাস্তি দিতে ট্রাম্প সরকার ইউরোপীয় দেশগুলোকেও কঠোর অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে।
এদিকে, ইউক্রেন বর্তমানে মার্কিন-নির্মিত টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র পাওয়ার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হতে পারে—তবে শর্ত হলো, এর ব্যয় বহন করতে হবে ইউরোপীয় মিত্রদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।