আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে টানটান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার টেলিফোনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের চলতি দ্বিপাক্ষিক সহযোগিতাগুলো এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা গভীরতর করা এবং ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে যৌথভাবে কাজ করা নিয়ে কথা হয়েছে মোদি এবং আবের মধ্যে। মহামারির এই সময়ে নতুন আন্তর্জাতিক ব্যবস্থায় ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে জাপান।
কোভিডের পরে গত কয়েক মাস ভিডিও এবং টেলি-যোগাযোগের মাধ্যমে সক্রিয় কূটনীতি চালিয়ে যাচ্ছে সাউথ ব্লক। গত জুন মাস থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনের মতো মহাশক্তিধর প্রতিবেশীর সঙ্গে সংঘাতের পর এই কূটনৈতিক প্রচেষ্টার মাত্রা বেড়েছে বহুলাংশে। খুব শিগিগরই কোয়াড বা চতুর্দেশীয় অক্ষের (ভারত, জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকা) বৈঠক নয়াদিল্লিতে হওয়ার কথা রয়েছে।
সমুদ্রপথে চীনের বাণিজ্যিক এবং কৌশলগত আধিপত্য খর্ব করার জন্য অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে দফায় দফায় কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট দুইটি দেশই এই প্রসঙ্গে চীনের ওপর খড়গহস্ত।
দুই দেশের প্রধানমন্ত্রীর কথার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে, ভারত এবং জাপানের সেনার মধ্যে প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা বিনিময়সংক্রান্ত চুক্তিকে স্বাগত জানিয়েছেন মোদি ও আবে। বলা হয়েছে, ভারত এবং জাপানের মধ্যে সম্পর্কের পোক্ত ভিত ভবিষ্যতেও বহাল থাকবে। —আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।