চীনের সঙ্গে মালদ্বীপের সামরিক চুক্তি, কী ইঙ্গিত পেল ভারত?

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে এড়িয়ে চীনের সঙ্গে সামরিক সহায়তা চুক্তি সই করেছে মালদ্বীপ। ধারণা করা হচ্ছে, গত সোমবার (০৪ মার্চ) রাজধানী মালেতে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু মালদ্বীপে ভারতীয় সামরিক উপস্থিতি না থাকার বিষয়টিই পুনর্ব্যক্ত করলেন।

সম্প্রতি মালদ্বীপ সফরে গিয়েছে চীনের একটি সামরিক দল। উদ্দেশ্য দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করা।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা প্রধান মোহাম্মদ ঘাসান মামুন এবং চীনের সামরিক সহযোগিতা বিষয়ক কর্মকর্তা মেজর জেনারেল ঝাং বাওকুন মালদ্বীপকে ‘বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তি’ সই করেছেন। সোশ্যাল মিডিয়ায় মন্ত্রণালয়ের শেয়ার করা ছবিতে চীনের রাষ্ট্রদূতকেও চুক্তি সই অনুষ্ঠানে দেখা গেছে।

আড়ি পেতে জার্মান বিমানবাহিনী প্রধানের আলাপ শুনেছে রাশিয়া!আড়ি পেতে জার্মান বিমানবাহিনী প্রধানের আলাপ শুনেছে রাশিয়া!
মন্ত্রণালয় জানায়, চুক্তি সই অনুষ্ঠানের আগে মালদ্বীপের প্রতিরক্ষা প্রধান ও চীনের সামরিক সহযোগিতা বিষয়ক কর্মকর্তা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। দুজনের বৈঠকের পর প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বেইজিং মালদ্বীপের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। চীন ও মালদ্বীপের মধ্যে স্বাভাবিক সহযোগিতা তৃতীয় পক্ষের দ্বারা প্রভাবিত হয় না।

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু নিশ্চিত করেছেন আগামী ১০ মে’র পর কোনো ভারতীয় সেনা, এমনকি বেসামরিক পোশাকে যারা ছিলেন তারাও সে দেশে থাকতে পারবে না। যদিও এক সপ্তাহ আগে ভারতীয় বেসামরিক নাগরিকদের একটি দল মালদ্বীপে গেছে। ভারত দ্বীপরাষ্ট্রটিকে তিনটি বিমান দিয়েছিল। সেই বিমান আগে ভারতীয় সেনারাই চালাতেন। তাদের অনুপস্থিতিতে বিমান পরিচালনার জন্য এই বেসামরিক দল পাঠানো হয়েছে।