আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর একজন কর্মকর্তা গতকাল শনিবার জানিয়েছেন, নজরদারি আরো ভালোভাবে চালানোর জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর ব্যাপক অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। পাহাড়ি এলাকায় বনাঞ্চলের কারণে নজরদারি কঠিন হয়ে পড়ছিল বলে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে বলেও জানান তিনি।
এনডিটিভি জানিয়েছে, নিরাপত্তা, শান্তি ও প্রশান্তি নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী অবকাঠামোগত উন্নয়নেও মনোনিবেশ করেছে। ভারতীয় সেনাবাহিনী দিনরাত চীনের সীমান্ত বরাবর প্রত্যন্ত রাস্তায় টহল দেয়।
সেখানে ভালো সড়ক যোগাযোগ ব্যবস্থাও নেই। ফলে কাজটি আরো কঠিন হয়ে ওঠে।
পূর্ব লাদাখে নিয়ন্ত্রণরেখা বরাবর ২০২০ সালের এপ্রিল-মে মাসে ভারতীয় এবং চীনা বাহিনীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী সীমানা আরো শক্তিশালী করার জন্য কাজ করছে।
মেজর রাজেশ ঠাকরে বলেছেন, আমরা অস্ত্র ও সরঞ্জামের অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। আমাদের পরিকল্পিত কাজগুলো ঠিকভাবে সম্পন্ন করার জন্য ফ্রন্টলাইনে সব ধরনের প্রতিরক্ষাব্যবস্থাগুলো ভালোভাবে সমন্বিত। আমাদের দারুণ সংযোগের কারণে সীমান্তের শেষ প্রান্ত পর্যন্ত স্যাটেলাইট ডাটা ব্যবহার করা যাচ্ছে।
তিনি আরো বলেন, নজরদারি আরো শক্তিশালী করার জন্য ব্যাপক অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।
চীনের বালু রফতানি বন্ধে যেভাবে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।