জুমবাংলা ডেস্ক : মোবাইল ফোনে কথা বলার ভান করে রাস্তার একদিক থেকে অন্যদিকে হেঁটে যায় হলুদ টি-শার্ট পরা এক যুবক। একইভাবে বিপরীত দিক থেকে হেঁটে আসা লুঙ্গি পরা অপর এক যুবক রাস্তার পাশে দাঁড় করে রাখা একটি মোটরসাইকেলের কাছে গিয়ে দাঁড়ায়। একটু আড়ালে দাঁড়িয়ে থাকে টি-শার্ট পরা যুবকটি। লুঙ্গি পরা যুবক ক্ষণিকের জন্য এদিক-সেদিক তাকায়।
তারপর পকেট থেকে চাবি বের করে প্রবেশ করে চোখের পলকে খুলে ফেলে মোটরসাইকেলের লক। তালা খুলে ঠেলতে ঠেলতে মোটরসাইকেল নিয়ে স্বাচ্ছন্দ্যে পালিয়ে যায় সে। একই সঙ্গে হেঁটে চলে যায় পাহারাদার যুবকও। এই সম্পূর্ণ কাজটি করতে দুজনের লাগে মাত্র ২০ সেকেন্ড। এদিকে মোটরসাইকেলের লক খুলতে চোর সময় নেয় মাত্র আট সেকেন্ড।
সম্প্রতি নেত্রকোনা জেলা সদরের মোক্তারপাড়া এলাকায় প্রকাশ্যে এভাবে মোটরসাইকেল চুরি করে চক্র। শহরের নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ফুটেজে এই চুরির দৃশ্য ধরা পড়ে।
প্রতিবেদকের কাছে এ ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। তবে চোরেরা ফেসমাস্ক পরে থাকায় তাদের শনাক্ত করতে পারছে না পুলিশ। তাদেরকে শনাক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে তারা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ‘কিছুদিন আগে জেলা সদরের মোক্তারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেল চুরির দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। লুঙ্গি পরা যুবক তালা খুলে মোটরসাইকেল নিয়ে পালায়। ফেসমাস্ক পরায় তাকে চেনা যাচ্ছে না। আমরা চোরসহ চক্রটিকে ধরার চেষ্টা করছি। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।