Advertisement
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩২) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মদনা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিলন হোসেন একই গ্রামের ফারুক আলীর ছেলে।
পারকৃষ্ণপুর-মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, সকালে মদনা গ্রামের খালেকুজ্জামানের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন মিলন। এ সময় মিটার স্থানান্তর করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।