
অসুস্থরা হলেন- ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসাইন (৪৫)। তার ২ মেয়ে তামান্না (১৮), তায়েমা (১০), স্ত্রী রুমা ফেরদাউস (৩৭), বড় ভাই সাবেক মেম্বর আলমগীর হোসেন (৫৫) এবং দুই বোন রেহানা (৩৩) ও রেবেকা সুলতানা (৪৫)।
পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে সবার গোঙানির শব্দে প্রতিবেশীরা দ্রুত চেয়ারম্যানের বাড়িতে এসে সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান রাইসুল ইসলাম বলেন, ‘খাদ্যে চেতনানাশক দ্রব্য মেশানোয় সবাই অচেতন হয়ে পড়ে। তবে, সবার অবস্থা আশঙ্কামুক্ত। ঘরের মালামাল লুট করার জন্য দুর্বৃত্তরা এঘটনা ঘটিয়েছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।’
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


