স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক গোলরক্ষক পিটার চেক। যিনি বহুদিন ধরে প্রতিনিধিত্ব করেছেন চেলসি এবং আর্সেনাল ফুটবল ক্লাবের হয়ে। তবে এবার ফুটবল নয়। ফুটবল থেকে অবসর নিয়ে আইস হকিতে যোগ দিলেন সাবেক এই গোলরক্ষক।
পেশাদার ফুটবল ম্যাচ সর্বশেষ খেলেছেন গত মৌসুমে। এরপরেই অবসর নিয়ে ফেলেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক পিটার চেক। তবে অবসর সময়ে চুপ করে বসে থাকতে রাজি নন তিনি। তাই তো নিজের হাত পা কে কাজে লাগাতে ব্রিটিশের বিভাগীয় আইস হকি দল গিল্ডফোর্ড ফিনিক্সে গোলরক্ষক হিসেবে যোগ দিলেন পিটার চেক।
দলে যোগ দেওয়ার পর ফিনিক্স ক্লাবের ওয়েব সাইটে চেক বলেন, ফিনিক্সের হয়ে এমন খেলার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়ে নিজেকে অনেক আনন্দিত মনে হচ্ছে। তিনি আরও বলেন, চেষ্টা করবো ক্লাবের যুবদের কিছু দেওয়ার এবং অনেক পরিমাণে ম্যাচ জিতার এবং ২০ বছর ফুটবল খেলার পর এইটা হবে আমার জন্য নতুন অভিজ্ঞতা।
প্রসঙ্গত, পিটার চেক ইংলিশ ক্লাব চেলসির হয়ে ৪৯৪টি ম্যাচ এবং আর্সেনালের হয়ে ১৩৯টি ম্যাচ প্রতিনিধিত্ব করে থাকেন।
সুত্রঃ এপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।