Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home চোখের জলে স্বজনদের ফিরে পেতে আকুতি
    জাতীয়

    চোখের জলে স্বজনদের ফিরে পেতে আকুতি

    Shamim RezaAugust 30, 20193 Mins Read
    Advertisement

    নিখোঁজদের ছবি হাতে স্বজনরা। ছবি : সংগৃহীত
    জুমবাংলা ডেস্ক : মায়সা এখন নবম শ্রেণিতে পড়ে- সব কিছুই বুঝতে পারে আগের চেয়ে ভালো করে। বুঝতে পারে যখন তার বাবার আদর পাওয়ার কথা ছিল, বাবা যখন তাকে স্কুলে আনা-নেওয়া করতে পারতেন, তখনই ২০১৪ সালে নিখোঁজ হয়েছেন তিনি। এরপর থেকে শুরু হয়েছে তাদের অপেক্ষার পালা- কবে ফিরে আসবেন বাবা মানবাধিকার কর্মী সাজেদুল ইসলাম সুমন।

    কিন্তু অপেক্ষার প্রহর যেন কিছুতেই ফুরাচ্ছে না তার, ফুরাচ্ছে না মা আর দাদা-দাদির। আদৌ ফুরাবে কিনা তাও সে জানে না।

    নাসরিন আক্তার জানান, তার ছেলে ইসরাক আহমেদের নিখোঁজ হওয়ার কথা। ২০১৭ সালের আগস্টে ঈদ করতে ঢাকায় ফেরেন তিনি। কিন্তু ফিরে যাওয়ার দিন নিখোঁজ হয়ে যান। সর্বশেষ তার ছেলে তাকে জানিয়েছিলেন, বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে দেখা করবেন। রাত ৮টার মধ্যে বাসায় না ফিরলে যেন ফোন করা হয় তাকে। কিন্তু তখন থেকেই তার ফোন বন্ধ হয়ে যায়। নাসরিন বলেন, ‘এখনও বুকে কষ্ট নিয়ে আশায় আছি, কখন ছেলে ফিরে আসবে।’

    রাইসা আর ইসরাকের মতো এমন অসংখ্য পরিবার এখনও আশায় আছে- কখন ফিরে আসবেন তাদের হারিয়ে যাওয়া স্বজন।

       

    শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে ‘মায়ের ডাক’ নামের সংগঠন আয়োজিত আলোচনা সভায় গুম হওয়া পরিবারের স্বজনরা নিখোঁজ মানুষটিকে ফিরে পেতে সরকারের কাছে নানাভাবে আকুতি জানান।

    আলোচনা সভায় গত এক দশকে ‘বিভিন্ন বাহিনী কর্তৃক গুম হওয়া’ সব মায়ের সন্তানকে তাদের অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়ার আকুতি জানানো হয়। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন গুম হওয়া ব্যক্তির স্বজনরা। ছোট অনেক শিশুর হাতে ছিল বাবার ছবি, ছিল ‘বাবাকে ফিরিয়ে দাও’ সংবলিত প্ল্যাকার্ড। স্বজনদের অভিযোগ, গুম হওয়ার পর প্রথম দিকে নানা আশ্বাস, সান্ত্বনা আর প্রতিশ্রুতি দিলেও এখন আইন-শৃঙ্খলা বাহিনী তাদের এড়িয়ে চলছে।

    আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সরকারের উদ্দেশে বলেন, ‘এতগুলো মানুষ দাবি করছে, গুম হয়েছে! এই দাবির কথা চিন্তা করে একটি নিরপেক্ষ কমিশন গঠন করে দেখান- যারা এখানে ছবি হাতে বসে আছেন, তারা কি মিথ্যা কথা বলছেন? তদন্ত করে সত্য ঘটনা প্রকাশ করুন।’

    গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। এসব পরিবার ও তাদের স্বজনরা আপনার জন্য দোয়া করবেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের আগে এ ব্যবস্থা নিন। এটাই হবে জাতিকে দেওয়া আপনার শ্রেষ্ঠ উপহার।

    বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এখন বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। রাষ্ট্র যখন সন্ত্রাসী হয়ে যায়, তখন মানুষের জন্য সেই রাষ্ট্রের কোনো প্রয়োজন থাকে না।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল সরকারের প্রতি প্রশ্ন করেন, যদি আপনারা গুম না করে থাকেন, তা হলে গুম হওয়ার সময় আপনাদের গাড়ি এবং বাহিনীর লোকজন দেখা যায় কেন? দশ বছর ক্ষমতায় আছেন, কারা গুম করছে সেটা কেন বের করতে পারছেন না?

    আলোচনা সভায় আরও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আকমল হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ূয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াছ আলীর ছেলে আবরার ইলিয়াছ, গুম হওয়া রনি হোসেনের মা আঞ্জুমান আরা বেগম, সাজ্জাদ হোসেনের মা সাজেদা বেগম, ইসমাঈল হোসেনের স্ত্রী নাসরিন আক্তার, তপুর মা সালেহা বেগম, সবুজের মা সাহেদা বেগম, পিন্টুর বোন মুন্নী, পারভেজ হোসেনের শিশুকন্যা হূদি, নিখোঁজ ড্রাইভার কাউসারের মেয়ে লামিয়া, ডা. মোখলেছুর রহমানের বাবা শেখ আব্দুর রাশেদ প্রমুখ। সূত্র : সমকাল

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় আকুতি চোখের জলে পেতে ফিরে স্বজনদের
    Related Posts
    পিএসসির নতুন সচিব

    পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

    September 14, 2025
    ভারী বৃষ্টি

    ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ধসের শঙ্কা

    September 14, 2025
    মোটরসাইকেল পোড়ানোর মামলা

    মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল, গয়েশ্বর ও আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি

    September 14, 2025
    সর্বশেষ খবর
    পিএসসির নতুন সচিব

    পিএসসির নতুন সচিব আব্দুর রহমান

    ওয়েব সিরিজ

    সরল প্রেমেও লুকিয়ে থাকে শহরের চেয়ে বেশি রহস্য, ঝড় তুললো এই ওয়েব সিরিজ!

    ভারী বৃষ্টি

    ঢাকাসহ ৬ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড় ধসের শঙ্কা

    Dubai

    দুবাইয়ে লটারিতে ৩৩ লাখ টাকা জিতলেন বাংলাদেশের রাশেদ

    মোটরসাইকেল পোড়ানোর মামলা

    মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফখরুল, গয়েশ্বর ও আব্বাসসহ ৭০ জনকে অব্যাহতি

    দুই সন্তানের জননী

    পরকীয়া প্রেমিকের সাথে হাতেনাতে ধরা দুই সন্তানের জননী

    যৌবন

    যৌবন ধরে রাখতে সবচেয়ে সেরা ও সহজ নিয়ম

    ওয়েব সিরিজ

    রোমান্সে পরিপূর্ণ সেরা ওয়েব সিরিজে এটি, একা দেখার জন্য সেরা!

    rajshahi

    ঋণের দায়ে আত্মহত্যা, সেই মিনারুলের বাড়িতে ঋণ করে চল্লিশা

    Rakib

    ডাকসু নির্বাচনে পেয়েছেন একটি ভোট, সেই ভোটারকেই বিয়ে করতে চান রাকিব

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.