কথায় আছে চোখ মনের কথা বলে। আর তাই চোখকে আকর্ষণীয় করে তুলতে চায় সবাই। অপর দিকে চোখের পাপড়ি ঘন থাকলে পুরো লুকটাই কিন্তু বদলে যায়। ফেইক আইল্যাশ দিয়েও পেতে পারেন ঘন আইল্যাশ। কিন্তু কতক্ষণই বা এগুলো ব্যবহার করা যায়। তাই প্রাকৃতিকভাবে চোখের পাপড়ি ঘন সুন্দর করে তোলার টেকসই উপায় খুঁজে নেওয়াই ভালো।
চোখের পাপড়িতে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম-
ধাপ ১- বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন অথবা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিন যেন চাকা চাকা না থাকে।
ধাপ ২- একটি পরিষ্কার মাসকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরও ভালো ফলাফলের জন্য এই অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিতে পারেন।
চোখের পাপড়িতে ক্যাস্টর অয়েল ব্যবহার করার নিয়ম-
ধাপ ১- প্রতিদিন রাতে দুই চোখের পাপড়িতে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল আলতোভাবে লাগিয়ে নিন। বর্তমানে কিন্তু অনেকেই ঘন চোখের পাপড়ির জন্য এই ঘরোয়া টোটকা ব্যবহার করেন।
ধাপ ২- সারা রাত রেখে পরের দিন সকালে ঠান্ডা পানিবদিয়ে ধুয়ে ফেলুন।
গ্রিন টি
গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি প্রপার্টিজ চোখের পাপড়ি হাইড্রেট রাখতে সাহায্য করে। এ ছাড়াও এতে থাকা ক্যাফেইন এবং ফ্ল্যাভেনয়েড এর জন্য পাপড়ি ঘন দেখায়।
ধাপ ১- সামান্য পরিমাণ গরম পানিতে একটি গ্রিন টির ব্যাগ ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
ধাপ ২- একটি ছাঁকনি দিয়ে চা ছেঁকে ঠান্ডা করে নিন। এরপর এই গ্রিন টি এর পানিটি চোখের পাপড়িতে দিয়ে সারা রাত রেখে পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জেনে নিন চোখের পাপড়িতে নারিকেল তেল ব্যবহারের নিয়ম-
ধাপ ১- একটি বাটিতে এক টেবিল চামচ নারিকেল তেল নিয়ে একটি কটন বাড এতে ভিজিয়ে নিন। এবার চোখের পাপড়িতে এই তেলে ভেজানো কটন বাড আলতো করে ব্যবহার করুন। চোখে যেন তেল না যায় সেদিকে লক্ষ্য রাখুন।
ধাপ ২- এই তেল সারা রাত চোখের পাপড়িতে রেখে পরের দিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।