চোখের যে ৪ সমস্যা কখনোই অবহেলা করা উচিত নয়

চোখ

চোখ মানবদেহের খুবই সেনসিটিভ এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এজন্য চোখের যে কোন সমস্যা এবং রোগ সিরিয়াসলি নিতে হবে এবং তা সারিয়ে তোলার উপায় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরকম কয়েকটি রোগ সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হবে।

চোখ

চোখের ট্যারা রোগ সম্পর্কে অনেকেই অবগত রয়েছে। চোখের মনি একপাশে সরে গেলে সেটাকে ট্যারা রোগ বলা যেতে পারে। ওষুধ এবং ব্যায়ামের মাধ্যমে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়ে থাকে।

পরবর্তী সময়ে চিকিৎসকরা অস্ত্রপাচারের মাধ্যমে এ সমস্যার সমাধান করে থাকেন। আপনি যদি কাছের অথবা দূরের বস্তু ঝাপসা দেখেন তাহলে চিকিৎসকের কাছে যান এবং তার পরামর্শ নিয়ে পাওয়ার টেস্ট করান।

পাওয়ারের চশমা প্রয়োজন হলে নির্ভরযোগ্য দোকান থেকে বানিয়ে চিকিৎসককে দিয়ে পরীক্ষা করাতে হবে। অনেকেই চশমার পরিবর্তে লেন্স ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন। এক্ষেত্রে নিম্নমানের লেন্স ব্যবহার করা যাবে না। লেন্স ব্যবহার করার ক্ষেত্রে কিছু বিধি-নিষেধ রয়েছে যা মেনে চলতে হবে। অস্পষ্ট লেন্স ব্যবহার করা একদমই উচিত হবে না।

ফ্লোটার্স চোখের আরো একটি সমস্যার নাম। যেমন অনেক সময় আপনি দূর আকাশের দিকে তাকালে ছোট বিন্দুর মত অনুভব করতে পারেন বা দেখতে পারেন। এটাকে বলা হয় ফ্লোটার্স। আপনি চোখ যেদিকে সরাবেন ফ্লোটার্স সেদিকেই সরে যায়।

প্রাথমিক অবস্থায় এটি চোখের জন্য তেমন ক্ষতিকারক নয়। তবে ফ্লাটার্স এর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অবহেলা করা যাবে না এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

চোখের অঞ্জনি সমস্যা আমাদের দেশে বেশ কমন। এতে করে চোখের উপরে বা নিচের পাতা ফুলে যায় এবং লাল রং হয়ে থাকে। আপনি ব্যথা অনুভব করতে পারেন। হালকা গরম পানিতে তুলো ডুবিয়ে তা দিয়ে চোখ মুছেলে সমস্যার সমাধান হতে পারে।

এ সময় চোখ জ্বলে না এরকম শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। সাধারণত ওষুধ বা মলম ব্যতীত অঞ্জনি সমস্যা আপনা-আপনি সমাধান হয়ে যায়। চোখের এসব সমস্যা সম্পর্কে আমাদের সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।