ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব ফুটবল টুর্নামেন্ট— চ্যাম্পিয়ন্স লিগের নকআউট প্লে-অফ ড্র সম্পন্ন হয়েছে। লিগ পর্বে শীর্ষ-৮ এ না থাকার ফলে রিয়াল মাদ্রিদ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি ও ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে খেলতে হচ্ছে প্লে-অফ।

যেখানে স্পেনের জায়ান্ট রিয়াল মাদ্রিদ পুনরায় মুখোমুখি হবে জোসে মোরিনহোর বেনফিকার বিপক্ষে। গ্রুপপর্বের শেষ ম্যাচে লিসবনে পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে ৪-২ গোলে হেরে সরাসরি শেষ ষোলো খেলার সুযোগ হারিয়েছিল লস ব্লাঙ্কোরা। এবার তাদের সামনে রয়েছে প্রতিশোধের সুযোগ।
গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী পিএসজি এবার নিজেদের সাফল্য রক্ষা করতে হবে কঠিন পথ অতিক্রম করে। নকআউট ম্যাচে তাদের বাধা স্বদেশি প্রতিদ্বন্দ্বী মোনাকো। ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র ক্লাব যারা শীর্ষ-৮ এ শেষ করতে পারেনি, সে নিউক্যাসলের প্লে-অফের প্রতিপক্ষ আজারবাইজানের কারাবাগ।
প্লে-অফের অন্য ম্যাচগুলোতে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান খেলবে নরওয়ের বড় ক্লাব বোডো/গ্লিমটের বিপক্ষে। জুভেন্টাস মুখোমুখি হবে তুর্কি জায়ান্ট গালাতাসারের। অ্যাতলেটিকো মাদ্রিদ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে। জার্মান দুই ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার লেভারকুসেন যথাক্রমে ইতালির আতালান্তা ও গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের মুখোমুখি হবে।
এক নজরে চ্যাম্পিয়ন্স লিগ নকআউট প্লে-অফ ড্র (পূর্ণ তালিকা)
বেনফিকা বনাম রিয়াল মাদ্রিদ
বোডো/গ্লিমট বনাম ইন্টার মিলান
মোনাকো বনাম প্যারিস সেন্ট-জার্মেই
কারাবাগ বনাম নিউক্যাসল ইউনাইটেড
গালাতাসারে নাম জুভেন্টাস
ক্লাব ব্রুজ বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ
বরুশিয়া ডর্টমুন্ড বনাম আতালান্তা
অলিম্পিয়াকোস বনাম বায়ার লেভারকুসেন
আরও পড়ুন:
নকআউট প্লে-অফের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি ১৭ ও ১৮ তারিখে, আর ফিরতি লেগের ম্যাচগুলো হবে এক সপ্তাহ পরে, ফেব্রুয়ারি ২৪ ও ২৫-এ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


