স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২’। ভিক্টোরিয়ার গিলংয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠান শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। ব্যাট হাতে ভালোই করেছে নামিবিয়া। যদিও এশিয়া কাপ জয়ী শ্রীলংকার কাছে নামিবিয়াকে পুঁচকে বলবে সবাই। তবে মাঠের লড়াইয়ে নিজেদের শক্তির কথা জানান দেবে বলে প্রত্যয় ব্যক্তি করে দলটি।
শক্তিশালী শ্রীলংকাকে হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই চমক উপহার দেবেন বলে হুমকি দেন নামিবিয়ান ব্যাটার ব্যাটার স্টিভেন বার্ড। তারই ফলস্বরূপ লঙ্কানদের ছুঁড়ে দিয়েছে ১৬৪ রানের টার্গেট।
১৭ ওভার শেষে নামিবিয়ার স্কোর ছিল ৬ উইকেটে ১১৬ রান।
পরের তিন ওভারে ৪৭ রান তুলেছে তারা। ২০ ওভারে শেষে নামিবিয়ার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩-এ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩.৩ ওভার শেষে ২১ রানেই হারিয়েছে ৩ উইকেট।
শচীনের মেয়েকে ছেড়ে সারার সঙ্গে প্রেমে মজেছেন ক্রিকেটার শুভমন গিল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।